আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ফেনসেডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জে ১৭৯ বোতল ফেনসেডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সাথে থাকা চারটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। কিশোরঞ্জের র‌্যাব-১৪ সিপিসি-২  ক্যাম্পের একটি দল শনিবার সকাল সাড়ে ৮ দিকে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন। র‌্যাব সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জালুয়া পাড়ায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ভিতর থেকে ১৭৯ বোতল ফেনসেডিল উদ্ধার করে। প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচারের অভিযোগে দুজনকে গ্রেফাতার করে র‌্যাব। তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত চারটি মোবাইল সেটও জব্ধ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন বগুড়া জেলা সদরের ইসরাফিলের ছেলে হাসনাত(১৯) ও মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের আব্দুল হাই হিরার ছেলে হেফজুর রহমান(৩২)। কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট বি এন এম শোভন খান জানান ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামীদের কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -