আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সরাইলে বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৬

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, সরাইল:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান দিকনির্দেশনা জনাব মোঃ আনিছুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল ব্রাহ্মণবাড়িয়া এর সার্বিক তত্ত্বাবধানে ও মোঃ আসলাম হোসেন, অফিসার ইনচার্জ, সরাইল থানা,  এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত ০১/০৯/২০২১খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র)/ মোঃ হোসনে মোবারক, এসআই(নিরস্ত্র)/ বশির আহমেদ শাহবাজপুর ইউপিস্থ মোড়াহাটি সাকিনের আসামী মোঃ আবুল কালাম এর বসত ঘরের পূর্ব পাশের কক্ষের ভিতর ব্যবহৃত খাটের উপর হইতে ১০ বোতল ফেন্সিডিল এবং ০১/০৯/২০২১খ্রিঃ তারিখ ২৩.৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃ জাকির হোসেন খন্দকার, এএসআই(নিরস্ত্র)/ সাইফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) /দিপক চন্দ্র দেবনাথ,সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রাতঃ বাজার মুচিরবাড়ির আসামী রঞ্জীত রবি দাস এর উত্তর ভিটির দোচালা টিনের ঘরের টেবিলের নিচ ও আসামী সুজন রবি দাস এর পূর্বভিটির দোচালা টিনের ঘরের ভিতরে খাটের নিচ হইতে ১. রঞ্জীত রবি দাস (৩৪), পিতা- গৌরি চাঁন রবি দাস,  ২. মনি রবি দাস (৩০), পিতা- মৃত আবু রবি দাস, ৩. সুজন রবি দাস (২৯), পিতা- মৃত আমির রবি দাস, সর্বসাং-  প্রাত বাজার (মুচিবাড়ী) , থানা- সরাইল, জেলা –ব্রাহ্মণবাড়িয়াদের দখল হইত ৬০ লিটার দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।
অপরদিকে গত ০১/০৯/২০২১খ্রিঃ তারিখ২৩.৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/তারিকুল ইসলাম, এসআই(নিরস্ত্র)/ সাইফুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/দিলীপ কুমার নাথ সঙ্গীয় ফোর্সের সহায়তায়  সরাইল থানাধীন পানিশ্বর ইউপিস্থ বিটঘর পূর্বপাড়া সাকিন ছায়েব আলী মুন্সির বাড়ীর ধৃত আসামী মতি মিয়ার বসত ঘরের সামনে উঠান হইতে আসামী ১। ১.  মতি মিয়া (৬০), পিতা- মৃত মুছা মিয়া গ্রাম- বিটঘর (ছায়েব আলী মুন্সি বাড়ী) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া,  ২. মোহন মিয়া প্রকাশ ময়না (৩৬), পিতা- মৃত আব্দুল মালেক চৌকিদার গ্রাম- দেওবাড়িয়া (পশ্চিম হাটি ) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া,  বর্তমান : গ্রাম- বিটঘর ((আশ্রাব আলীর বাড়ী) , থানা- সরাইল, জেলা -ব্রাহ্মণবাড়িয়া,  ৩. মোঃ বাবুল মিয়া (২৫), পিতা- মোঃ আনছর আলী গ্রাম- বড়ইবাড়ি (পশ্চিমপাড়া) , থানা- সরাইল, জেলা –ব্রাহ্মণবাড়িয়াদের ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৫(পাঁচ) পুড়িয়া গাঁজাসহ উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে হাতেনাতে ধৃত করেন। উক্ত বিষয়ে সরাইল থানার নিয়মিত মামলায় রুজু করা হয়েছে।  আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -