আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ওসির ফুলসজ্জিত গাড়িতে অবসরে গেলেন পুলিশ সদস্য

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, টাঙ্গাইল:
দীর্ঘ চাকরি জীবন শেষে টাঙ্গাইল জেলার কালিহাতী থানা থেকে বিদায় বেলায় ফুল সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য হারুন-অর-রশিদ।
বুধবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবসরে যাওয়া এ পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান। হারুন-অর-রশিদের বিদায় বেলায় থানার কর্মরত সব অফিসাররা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ওসি জানান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশনায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো কনস্টেবল ক/৭৭৯ হারুন-অর-রশিদকে কালিহাতী পৌরসভার ঘুনি গ্রামের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিদায় বেলায় অবসরে যাওয়া পুলিশ সদস্য হারুন-অর-রশিদ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপারের এমন নির্দেশনা আমাদের অত্যন্ত গর্বিত করেছে।

আলোকিত প্রতিদিন/ ২ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -