আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

হোসেনপুরের ফটিকখালি বেইলি ব্রীজের দাবিতে মানব বন্ধন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফটিকখালি ব্রীজটি আজ প্রায় দীর্ঘ একবছর যাবত ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এরই প্রতিবাদে সোমবার লাকুহাটিসহ গোবিন্দপুর ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ বাসিন্দা মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। ঘটনার বিররণে জানা যায়, লাকুহাটির এই ব্রীজ নতুন ভাবে করার জন্য হোসেনপুর উপজেলা নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে টেন্ডার প্রদান করা হয়। মাসুম কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করার জন্য ওয়ার্ক ওর্ডার পায়। ওয়ার্ক ওর্ডার পাওয়ার পর কিছুদিন পুরাতন অংশ ভাঙ্গার পর অজ্ঞাত কারনে  প্রায় ১ বছর যাবত কাজ বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে হাজীপুর, সিদলা, পুমদি ও গোবিন্দপুর ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দাদের । কারণ জেলা সদর কিশোরগঞ্জে যাওয়ার একমাত্র মুল রাস্তা হচ্ছে হচ্ছে লাকুহাটি ব্রীজ । কিন্তু এই ব্রীজ ভাঙ্গার ফলে মানুষের দুর্ভোগের অন্ত নেই। বিশেষ করে নারী যাত্রী সাকু পাড়াপাড় করতে গিয়ে পানিতে পড়ে যাওয়ার মত ঘটনাও ঘটেছে অনেকবার । এ সময় এলাকা বাসির সহয়তা তাদেরকে উদ্ধার করা হয়েছে। এমন দুর্ঘটনা প্রায় প্রতিদিন হচ্ছে। তাছাড়া হাসপাতাল গামি রোগীদের নিয়ে সবচেয়ে বড় বিপাকে পড়তে হচ্ছে। লাকুহাটি সাকু দিয়ে কোন মতেই রোগী নিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা । রোগী দেরীতে হাসপাতালে নেওয়ার ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়। জরুরী রোগী কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিতে হলে নান্দাইল উপজেলার তেলিয়া গ্রাম দিয়ে যা ৭ কিলোমিটার ঘুরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে যেতে হয় । এতে করে বয়স্ক ও শিশু রোগীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। মানব বন্ধন কর্মসূচীর মাধ্যমে এলাকাবাসী হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জের জেলাপ্রশাসক এবং কিশোরগঞ্জ-১ আসনের এমপি মহোদয়ের নিকট অনতিবিলম্বে ব্রীজটি করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

আলোকিত প্রতিদিন/ ৩০ আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -