প্রতিনিধি, ফরিদপুর :
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ২ জন মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে রবিবার (২৯ আগস্ট) বিকালে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ১ জন ইয়াবা ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন বিল গোবিন্দপুর গ্রাম এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার(২৯ আগস্ট) বিকালে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন বিল গোবিন্দপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মোঃ ইমরান চৌধুরী(২৯), পিতা- মোঃ নয়া চৌধুরী, সাং- নিজ গ্রাম, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর’কে আটক করেন। পরবর্তীতে অত্র ক্যাম্প আরো জানতে পারে অপর ১ জন ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন কোদালিয়া গ্রাম এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঘটনার সত্যতা পাওয়ার পর অত্র ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২৯ আগস্ট) বিকালে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন কোদালিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেন(২৯), পিতা- মোঃ মোশারফ হোসেন, সাং-বাখুন্ডা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করেন। এ সময় আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ ইমরান চৌধুরী(২৯) এর নিকট হতে ১৩৫ (একশত পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং মোঃ সাব্বির হোসেন(২৯) এর নিকট হতে ২৬৪ (দুইশত চৌষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন, মাদক বিক্রিত ৯০০/- টাকা এবং ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় ২ টি পৃথক আইনে মামলা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/ ৩০ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -