আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের কবর জিয়ারত করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,মুক্তাগাছা (ময়মনসিংহ):

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের সদ্য প্রয়াত ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান ফরাজীর কবর জিয়ারত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আরব আলী, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর, পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সঞ্জীব চন্দ্র মাইতী, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি, দাওগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা, দাওগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মামুন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর দাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনু সরকার বাস ভবনে যান। সেখানে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মজনু সরকারের সহ-ধর্মিনীর মৃত্যুতে গভীর সমবেদনা জানান। চেয়ারম্যান মজনু সরকার এবং তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ও তাদের সাথে কথা বলেন।

আলোকিত প্রতিদিন/২৩ আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -