প্রতিনিধি, চরফ্যাশন
চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে মুজিব শতবর্ষে উপলক্ষে অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন করা হয়। আজ সোমবার (২৩ আগস্ট) বিকাল ৪ টায় জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন, জনাব নাজিম উদ্দিন হাওলাদার চেয়ারম্যান জাহানপুর ইউনিয়ন পরিষদ। খেলা পরিচালনা কমিটির সভাপতি জনাব সোলাইমান পাটোয়ারী জানান, জাহানপুর ফুটবল টুর্নামেন্ট একাদশ এর পক্ষ থেকে এ খেলার আয়োজন করা হয়, জাহানপুর ইউনিয়ন এর ভাগ করা ৬টি দলের উদ্বোধনীও খেলায় দু-দুইটি দল মুখোমুখি হয় আজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জনাব নাজিম উদ্দিন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আলী আকবর ফরাজী, আরো উপস্থিত ছিলেন জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুল হক পাটোয়ারী, আরো উপস্থিত ছিলেন জাহানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব জাফর ইকবাল শান্ত, আরো উপস্থিত ছিলেন জাহানপুর ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব মোঃ সোলায়মান পাটোয়ারী, আরো উপস্থিত ছিলেন জাহানপুর ৬নং এর ইউপি সদস্য জনাব মোঃ তুহিন ফরাজি, আরো উপস্থিত ছিলেন জাহানপুর ইউনিয়ন ও ইউপি সদস্যরা এবং জাহানপুর ইউনিয়ন এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
আলোকিত প্রতিদিন/২৩ আগস্ট ২০২১/ এইচ
- Advertisement -