আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোণা-কেন্দুয়া সড়কের ব্রিজ নির্মাণে অনিয়ম

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,নেত্রকোণা
নেত্রকোণা হতে কেন্দুয়া মহাসড়কের ২৭ কি.মি. দূরত্বের রাস্তার সংস্কার কাজ যেমন ধীরগতিতে চলছে তেমনি হচ্ছে কাজে অনিয়ম। সড়কটি ঠিকাদারি প্রতিষ্ঠান মহিউদ্দিন বাসির লিঃ এর  মাধ্যমে ৩ টি প্যাকেজে সংস্কার হওয়ার কথা থাকলেও ২টি প্যাকেজ শুরু হয়েছে। একটি এখনও  শুরু করেনি। ১৮ মাসের মধ্যে রাস্তাটি সংস্কারের সময়সীমা বেঁধে দেওয়া হলেও ৮ মাস  অতিবাহিত হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ৫% কাজও হয়নি। ১২ টি বক্স কালভার্টের মধ্যে একটা সম্পন্ন  করেছে বাকিগুলো এখনো হয়নি। এর মধ্যে বালিজুড়ি বাজার ও ভরাপাড়া বাজারের মাঝের ব্রিজটি ২০ আগস্ট শুক্রবার সিসি ঢালাই  কাজ করে । ৩-৪ ফুট পানির নীচে ঢালাই  দেয় এবং ঢালাই শেষে পানি আরও বেড়ে যায়। আর এভাবেই  সংস্কার কাজের গুণগতমান নিন্মমানের হচ্ছে। এই সময় সড়ক ও জনপথের দায়িত্বে থাকা কর্মকর্তা (ওয়ার্ক এসিস্ট্যান্ট) না রেখে ঢালাই করে ঠিকাদার মহলের লোকজন। আনুমানিক সময় ১১ টা থেকে ০১ টা পর্যন্ত কাজ করে তারা। এসময়  সড়ক ও জনপথের  কর্মকর্তা ও ঠিকাদার এর কাউকেই ফোন করে পাওয়া যায় নি। এদিকে সার্ভেয়ারকে ফোনে পাওয়া গেলে তিনি জানান, আমি তো ছুটিতে আছি, তবে পানি রেখে তো ঢালাই  করা যাবে না কিছু পানি থাকলেও করা যায়, তবে সাব-এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার এর সাথে  কথা বলেন। এসডি ও সাব-ইঞ্জিনিয়ারের ফোনে যোগাযোগ  করলে  কোন সাড়া পাওয়া যায়নি। নেত্রকোণা  সড়ক ও জনপথের  নির্বাহী প্রকৌশলী কে ও ফোন  দিলে তিনি  ধরেন নি। এলাকাবাসী জানান, এই রাস্তা টি আমাদের জন্য  অনেক গুরুত্বপূর্ণ । রাস্তার সংস্কার কাজ যদি ভাল করে না করে তাহলে দু-দিনও টিকবে না। তাই প্রশাসনের কাছে  আমাদের দাবি অতি দ্রুততম সময়ের মধ্যে রস্তার কাজ শেষ করে আমাদের সীমাহীন দুর্ভোগ লাগব করুন।
আলোকিত প্রতিদিন/ ২২ আগস্ট ২০২১ / আর এম
- Advertisement -
- Advertisement -