আরিফ আহমেদ, বরিশাল
নিজেকে নির্দোষ দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সাদিক আবদুল্লাহ। তিনি বলেছেন, সারা দেশের মানুষের কাছে আমি পরিচিত মুখ। সবাই আমাকে চিনেন। আমি তো আর পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হব। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় জনসাধারণের দুর্ভোগ লাঘবে আন্দোলন বন্ধ করে পরিচ্ছন্নতাকর্মীদের কাজে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন বরিশালের মেয়র। এ সময় মামলার নামে সিটি করপোরেশনের কর্মীদের হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে মেয়র, সেই রাতের আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানান। জানান, ষড়যন্ত্রের শিকার তিনি। যা আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন। গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি করেন এ সময় মেয়র বলেন, তিনি যদি কোনো অন্যায় করেন তাহলে প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নেবেন তাই মাথা পেতে নেবেন তিনি। সুষ্ঠু তদন্ত চেয়ে সত্য উদঘাটন হবেই বলে আশা করেন। উল্লেখ্য, গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ৬০২ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/ ২২ আগস্ট ২০২১/ এইচ
- Advertisement -