আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালের মেয়র সহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

-Advertisement-

আরো খবর

হাসান আহমেদ:
বরিশালের চলমান ঘটনার প্রতিবাদ স্বরুপ বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীদের আয়োজিত মানববন্ধন সদররোডে চলছে। সেখানে উপস্থিত বক্তব্যে তারা মেয়র, বরিশাল সিটি করপোরেশন এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দানের দাবী করেন।
সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।
শনিবার (২১আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনের কর্মকর্তা বেলায়েত বাবলুর পরিচালনায় মানবন্ধনে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফয়সাল, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুম, সহ সিটি করপোরেশনের কয়েকশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,’আমাদের মেয়র মহোদয়ের উপর হামলা করে উলটো ইউএনও তার মেয়র মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা সবাই এখন গ্রেফতার আতঙ্কে ভুগছি।’
তারা আরও বলেন,’আমরা আমাদের মেয়র মহোদয়ের বিরুদ্ধে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। মানববন্ধনে অংশ  নেওয়া বক্তারা হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারদের মুক্তি না দিলে আরও কঠিন কর্মসূচি দিয়ে দুর্বার আন্দোলন শুরু করা হবে। আমরা যে কত দূর যেতে পারি, তা আপনাদের চিন্তারও বাইরে।
বক্তারা আরও বলেন, ‘এটি একটি পরিকল্পিত মামলা। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফাঁসাতে এ মামলা দায়ের করা হয়েছে। ইউএনওর বাসায় কেউ হামলা করেনি।
বরিশাল সিটি কপোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কর্মকর্তা–কর্মচারীরা গিয়েছিলেন ব্যানার–পোস্টার অপসারণে। সেখানে ইউএনওর নির্দেশে আনসার সদস্যরা গুলি চালিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। তারা আরও হুশিয়ারী দিয়ে  বলেন, চলমান সংকট থেকে মেয়র কে অবাহতি না দিলে সকল প্রকার সেবা প্রদান বন্ধ করার ঘোষণা হতে পারে।
আলোকিত প্রতিদিন/ ২১ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -