আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

-Advertisement-

আরো খবর

 প্রতিনিধি, কিশোরগঞ্জঃ
আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস, ইতিহাসের  এই দিনে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা , বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। ১৫ আগস্ট ২০২১ খ্রিঃ সকাল ৭  ঘটিকায় কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এর পরপরই কিশোরগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ পারভেজ এর নেতৃত্বে কিশোরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়, এছাড়াও পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ, মহিলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -