আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বনবিভাগের  অভিযানে ৫০ ঘনফুট কাঠ সহ ট্রলি জব্দ 

আরো খবর

আবু সায়েম, কক্সবাজারঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের পৃথক অভিযানে ৫০  ঘনফুট চিরাই কাঠসহ ট্রলী গাড়ি আটক করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, ১৪ ই আগষ্ট ( শনিবার)খুরুশকুল -কক্সবাজার মহাসড়কের টাইমবাজার এলাকায় ট্রলী নছিমন যোগে  অবৈধভাবে  কাঠ পাচারের সময়  ৫০ ঘনফুট  চিরাই কাঠ  জব্দ করা হয়েছে । জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ৫০.৮৭ ঘনফুট। যার বাজারমূল্য ১ লক্ষ টাকা। স্পেশাল টিমের ওসি একেএম আতা এলাহী বলেন,  অভিযান চালিয়ে প্রায় ৫০ ঘনফুট কাঠ জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক সোহেল রানা বলেন,  বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে  অভিযানে ৫০ ঘনফুট কাঠ উদ্ধার পূর্বক পরিবহনকালে নিয়োজিত ট্রলি গাড়ি সহ আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে ।
আলোকিত প্রতিদিন/১৪জুলাই-২১/এইচ
- Advertisement -
- Advertisement -