প্রতিনিধি,বাবুগঞ্জঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন ও সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মিলনসহ উপজেলা আ’লীগের নেত্রীবৃন্দ বাবুগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার সন্ধ্যায় বাবুগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে কমিটির সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন ও সাধারন সম্পাদক আক্তারুজ্জআমান মিলন তাদের বক্তব্যে বলেছেন,সন্ত্রাস নয়,শান্তিনীড়ে পরিনত করা হবে বাবুগঞ্জ উপজেলাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়ার শ্লোগান নিয়ে সাংবাদিকরা বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার,অধ্যক্ষ দেলোয়ার হোসেন । এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম অরুন,মোঃ সাইফুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম,আরিফ হোসেন,সাহাবউদ্দিন বাচ্চু,আরিফ হোসেন নয়ন, , মোঃ মহিবুল ইসলাম সোহাগ, আবদুল্লাহ-আল মামুন, মোহাম্মদ আলী, মোঃ আক্তার হোসেন, রফিকুল ইসলাম ছোটন প্রমূখ।
আলোকিত প্রতিদিন/৯ আগস্ট২০২১/আর এম
- Advertisement -