আজ বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গলাচিপায় শিক্ষকের বিরুদ্ধে জীবন নাশের হুমকি-দোকান ভাংচুর-জমি দখলের অভিযোগ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে জীবন নাশের হুমকি, দোকান ভাংচুর, অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের মাঝগ্রামের মো.ফখর উদ্দিন রাশেদ মুন্সি তার ছোট ভাই পটুয়াখালী সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক মো.অলিউল ইসলামের বিরুদ্ধে। এঘটনায় মো.ফখর উদ্দিন রাশেদ মুন্সি তার ছোট ভাই কলেজ শিক্ষক মো.অলিউল ইসলামের বিরুদ্ধে গলাচিপায় থানা সাধারণ ডাইরি করেছে।
মামলার সূত্র জানা যায়, উপজেলার মাঝগ্রামের বাসিন্দা মো.ফকরউদ্দিন রাশেদ মুন্সির চিকনিকান্দী ব্রীজ বাজারের মাঝগ্রাম মৌজার ৫৮১ ও ৫৮৩ খতিয়ানের ১১১১ ও ১১১০ দাগে ২.৬৫ শতাংশ জমি রয়েছে। ওই জমির পাশেই ১১১০ দাগে ফুফাতো ভাই সাইফুল ইসলামেরও ২ শতাংশ জমি রয়েছে। রাশেদ মুন্সির অভিযোগ তার ছোট ভাই পটুয়াখালী সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক মো.অলিউল ইসলাম ও তার ছোট দুই বোন তাছলিমা বেগম ও আকলিমা বেগম ষড়যন্ত্র করে তার ও ফুফাতো ভাইয়ের সম্পত্তি অবৈধ ভাবে দখল করেছে। এলাকাবাসীর অভিযোগ অলিউল ইসলামের সহযোগিতায় তার বোন পরিবার পরিকল্পনা মাঠ কমী তাসলিমা অনেকের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করে। রাশেদ মুন্সি বলেন, আমরা ভাই ভাড়া করা সন্ত্রাসী দিয়ে মুদি দোকান ভাংচুর করে ২লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় আমি কোর্টে মামলা করলে আমার ভাই পটুয়াখালী সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক মো.অলিউল ইসলাম প্রভাব ঘাটিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব করাচ্ছে। এছাড়া গত ০৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রসীরা আমাকে অকথ্য ভাষায় গলাগালি ও হত্যা উদ্দেশ্যে হুমকি দেয়। এঘটনায় গলাচিপা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। পটুয়াখালী সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক মো.অলিউল ইসলাম বলেন, ওই খতিয়ানে ও দাগে আমার জমি রয়েছে। দীর্ঘ দিন যাবত আমি ওই জমি ভোগ দখল করে আসছি। এ ব্যাপারে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, কিছু দিন আগে রাশেদ মুন্সি আমার কছে জমিজমা বিরোধ সংক্রান্ত একটি অভিযোগ করেছে। এছাড়া দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

আলোকিত প্রতিদিন/ ৯ আগস্ট, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -