নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হিরণপুর থেকে বৌলাম-শিমুলকান্দি সড়কের মহেশকোণা (নেত্রকোণা সদর) পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছে, ফলে জন দুর্ভোগ পৌঁচেছে চরমে। কাঁচা রাস্তা হওয়ায় সমান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী ।
জানা যায়, এই রাস্তা দিয়ে এখানকার ১২টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত কষ্ট করে যেতে হয়। কৃষিভিত্তিক অঞ্চল বলে এখানকার কৃষকরা নানা ফসল (ধান, গম, পাট, বেগুণ, শিম করলার চাষ হয় এই এলাকায় প্রচুর) উৎপাদন করেন। কিন্তু সময়মত পরিবহন ব্যবস্থা না থাকায় সেসব উৎপাদিত পন্য বাজারে নিতে পারেনা। অনেক দূর ঘুিরয়ে নিলেও উপযুক্ত দাম পাচ্ছেনা তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৌলাম, ইয়ারণ, দুলচাপুর, মহেন্দ্রপুর, শ্রীপুর, খসখসিয়া, রামকৃষ্ণপুর, চরপাড়া, মহেশকোণা, কচুডুয়ারী, লাইট, বাহাদুরপুরসহ আসেপাশে অনেক এলাকার মানুষ এই রাস্তায় নিত্য যাতায়াত করে। কিন্তু সংস্কারের অভাবে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি হয়ে উঠেছে চলাচলের একেবারেই অনপুযোগী।
এ নিয়ে ব্যাক্তি উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নের্তৃত্বে বেশ কয়েকবার সামান্য সংস্কার করলেও দীর্ঘ ১০ বছর যাবৎ এই রাস্তায় কোন কর্মসূচীর শ্রমিকরাও কাজ করেনি। রাস্তাটি পূর্বধলা ও নেত্রকোণা সদর এই দুই উপজেলার সীমানায় অবস্থিত। এর তিন কিলোমিটার পূর্বধলা ও দুই কিলোমিটার নেত্রকোণা সদরে অবস্থিত। এ নিয়ে বার বার স্থানীয় প্রশাসনকে বলা হলেও নিচ্ছেননা কোন পদক্ষেপ। এলাকাবাসী ভোক্তভোগীরা জানিয়েছেন, ১৯৮৯ সালে এই ৩ কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করা হয় এর পর দীর্ঘ ৩১ বছর ধরেও হয়নি রাস্তাটির সংস্কার। বর্তমান তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হলো অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থা মাথাচাড়া দিয়ে উঠছে দিনকে দিন। কিন্তু এখনো এমন কিছু যায়গা রয়েছে যেখানে পৌছেনি উন্নয়নের ছোঁয়া। আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক অধক্ষ্যতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ঔদাসিন্যতাকেই দায়ী করছেন তারা। দুটি উপজেলার সীমানায় রাস্তাটি অবস্থান হওয়াই এটি সংস্কারে প্রশাসনিক জঠিলতা সৃষ্টি হয়েছে। এমতাবস্তায় তারা মাননীয় নেত্রকোণা জেলা প্রশাসকের কাছে জোর দাবী জানান, যেন এই রাস্তাটি পাকা করণের উদ্যোগ গ্রহণ করে এই মানুষগুলোর অনির্বচনীয় দূর্ভোগ লাগব করেন।
আলোকিত প্রতিদিন/৭ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -