আলোকিত ডেস্ক:
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজিএইচএস) অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার আগামী বছরের মধ্যে দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশকে টিকা দেয়ার সময়সীমা নির্ধারণ করেছে। মহাপরিচালক বলেন, ‘আমরা ২০২২ সালের মধ্যে দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশকে টিকা দেয়ার পরিকল্পনা করছি।সে লক্ষে আগামী বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশ প্রায় ১৪ কোটি টিকা কিনতে যাচ্ছে। মহাপরিচালক আরও বলেন, ‘ পৃথিবীর বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে চুক্তি করে টিকা ক্রয় প্রক্রিয়া চলছে।রাশিয়ার স্পুটনিক ভি এক কোটি, চীনের সিনোফার্ম থেকে ৩ কোটি, , জনসন অ্যান্ড জনসন থেকে ৭কোটি এবং অ্যাস্ট্রাজেনেকা থেকে ৩০ লাখ,মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার ৬৫ লাখ টিকা পাওয়ার চুক্তি চূড়ান্ত করা হয়েছে।’ প্রথমদিকে ৫৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের টিকা দেওয়া হয়েছিল। এরপর তিনবার বয়সসীমা সংশোধন করা হয়। বর্তমানে বয়সসীমা ৩০ থেকে কমিয়ে ১৮ বছর করেছে। তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাসের ভয়াভহ আক্রমণের পরও ভারত এখন পর্যন্ত ৪৩ কোটি মানুষকে টিকা দিয়েছে। দ্রুত টিকাদান সংক্রমণ ও মৃত্যু উভয়ই হ্রাস করবে।’
আলোকিত প্রতিদিন /২৬ জুলাই ২০২১/ আর এম

