প্রতিনিধি,নেত্রকোণাঃ
করোনা ভাইরাস(কোভিড-১৯) মোকাবেলায় হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে ঈদু-উল- আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়ন পরিষদের ১ হাজার ৪৬ টি পরিবারের মাঝে এই চাল বিতরণ শুরু হয়েছে। আজ ১৭ জুলাই ২০২১, শনিবার সকাল ১০ টা থেকে ইউনিয়ন পরিষদে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন , তদারকির দায়িত্বে ছিলেন সদর উপজেলার পরিসংখ্যানের কর্মকর্তা মোশারফ হোসেন, সচিব সকল ইউপি সদস্যবৃন্দ প্রমুখ। চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন বলেন, করোনা সচেতন ও স্বাস্থ্য বিধি নিষেধ মেনেই চলছে ভিজিএফ চাল বিতরণ, ৫ জন পরিবার একসাথে হয়ে ১বস্তা চাল দিয়ে দিচ্ছি এতে কোন ঝামেলা হচ্ছে না ।
আলোকিত প্রতিদিন/১৭ জুলাই ২০২১/ আর এম