প্রতিনিধি,ত্রিশাল(ময়মনসিংহ):
করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে, এমন পরিস্তিতে ময়মনসিংহের ত্রিশালে স্বাস্থবিধি না মেনেই স্কুল মাঠে বসেছে বিরাট কোরবানির পশুর হাট। স্বাস্থবিধি উপেক্ষা করে শুক্রবার উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে পশুর হাট, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়াভিড়।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থবিধির কোন বালাই নেই। তা উপেক্ষা করে বসেছে গরুর হাট। বাজারে কোন সামাজিক দুরত নেই বললেই চলে ।ক্রেতা-বিক্রেতাদের জটলা ছিলো চোখে পড়ার মতো। সারি সারি করে গরু সাজানো, পাশে মানুষ উপচে পরাভিড় দেখাযায়। দুই একজনের মুখে মাস্ক থাকলেও বাকিদের মুখে নেই কোন মাস্ক। স্থানীয় মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, স্কুল মাঠে গরুর হাট বসানোর কোন নিয়ম নেই,তার পরও বসেছে গরুর হাট। গরুর হাটে সামাজিক দুরত্ব,স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। মানুষের মুখেও নেই কোন মাস্ক। এটা খুব দুঃখ জনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর গরুরহাট বসানোর অনুমতি দিয়েছি। কিন্তু ইজারাদার তা মানছেন না। আগামীকাল থেকে উপজেলায় যে বাজার গুলো বসবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যবস্থা গ্রহন করবো। পোড়াবাড়ী স্কুলের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্রদাম বলেন, স্কুল কমিটির অনুমতি নিয়ে বসানো হয়েছে গরুর হাট।
আলোকিত প্রতিদিন/১৭ জুলাই ২০২১/ আর এম