বিজ্ঞপ্তি : নাঃগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক-কর্মচারী দগ্ধ হয়ে নিহত ও অসংখ্য শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিশ্ব মানবাধিকার কমিশন (ডাব্লিউএইচসি) বাংলাদেশের এম্বাসেডর দেওয়ান বেদারুল ইসলাম। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করায় ডাব্লিউএইচসি বাংলাদেশের প্রেস ও মিডিয়া পরিচালক এম এ মুহিবউল্লাহ চৌধুরী বরাবরে লিখিত মেইল প্রেরণ করেন। এর আগে শুক্রবার ৯ জুলাই দুপুরে সংগঠনের সিনিয়র নেত্রীবৃন্দের সাথে ভার্চ্যুয়াল প্রোগ্রামে যুক্ত হয়ে সবার সাথে মহামারী করোনা পরিস্থিতিতে সরকারের চলমান লকডাউন মেনে সংগঠনের কাজ করার আহবান জানান। বিশ্ব মানবাধিকার কমিশন (ডাব্লিউএইচসি) বাংলাদেশের নেত্রীবৃন্দরা সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলেন, সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবী করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকান্ডের সাথে দায়ীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত ও প্রত্যেক নিহতদের পরিবারকে ক্ষতিপুরন দেয়ার দাবী জানান। এ সময় নেতৃবৃন্দরা হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থ্যতা কামনা ও নিহতদের আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোকিত প্রতিদিন / ৯ জুলাই /২০২১ / এম এইচ সি