আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কর্মহীন ভাসমান বেদে পরিবারের মানবেতর জীবনযাপন

-Advertisement-

আরো খবর

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের জুনদহ বাজারের মহা–সড়ক পাশে ঘরে বসে থাকা কর্মহীন ভাসমান বেদে পরিবারের দরিদ্র মানুষদের মানবেতর জীবনযাপন। এসব পরিবারের খাদ্য সহায়তায় প্রশাসকের সুদৃষ্টি কামনা। ৮ জুন বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়,বেশ কয়েকদিন আগে ঢাকা’র সাভার থেকে  আসা ভাসমান বেদে সম্প্রদায়ের ১০ টি পরিবারের প্রায় ৩৫ জন তাবু টানিয়ে বসবাস শুরু করেন। বসবাস করা কালীন সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের কারনে সরকারি নির্দেশনা মোতাবেক তারা নিজ নিজ ঘরে অবস্থান করায় খাদ্য সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে এসব কর্মহীন পরিবার। নেই তাদের করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় উপকরন।নেই সচেতনতা। বেদে পরিবার কয়েকটির সর্দার বরকত আলী জানান,ইনকাম না থাকায় মুড়ি,চিড়া খেয়ে কোনভাবে খুব কষ্টে দিনানিপাত করছি। এ পর্যন্ত সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি।কি ভাবে দিন কাটবে আমাদের এমন মন্তব্য করেন।
আলোকিত প্রতিদিন / ৮ জুলাই /২০২১ / এম এইচ সি
- Advertisement -
- Advertisement -