ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: বর্তমান কোভিড-১৯ করোনা মহামারীর প্রভাবে যখন থমকে দাড়িয়েছে সারা বিশ্ব, কোন মতেই রোধ করা যাচ্ছেনা মৃত্যুর মিছিল। নেই কোন প্রতিষেধক ব্যবস্থা, হতাশাগ্রস্ত জনতার সচেতনতার বিকল্প আপতত কোন পথ খোলা নেই। পরিষ্কার পরিচ্ছন্নতায় আবেষ্টিত রাখতে হবে নিজ পরিবেশ, পরিবার, সমাজ এবং নিজের। সেই লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যা পৌর শহরকে সুন্দর রাখতে নব-নির্বাচিত জনতার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল পৌরসভার পক্ষ থেকে ডামুড্যা পৌরসভা বন্দরের প্রধান সড়কপথ সহ আশপাশের বিভিন্ন পয়েন্টে স্থাপন করেছেন ময়লা ফেলার প্লাস্টিক ডাস্টবিন। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ডামুড্যা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সাগর মাদবর, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকউল্ল্যাহ বেপারী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম টিপু মাদবর ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু তাহের প্রমুখ। এ ব্যাপারে জনতার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, ডামুড্য পৌর শহর পরিচ্ছন্ন রাখতে হলে ডাস্টবিনের কোনো বিকল্প নেই। এ জন্যই ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ডামুড্যা পৌর শহরকে ময়লা ও আবর্জনা মুক্ত রাখতে প্রত্যেকে ডাস্টবিন ব্যবহারসহ পৌরবাসীকে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন / ৮ জুলাই /২০২১ / এম এইচ সি
- Advertisement -