আজ ৫ জুলাই, সোমবার। ইতিহাসের এই দিনে ঘটে গেছে নানা ধরনের ঘটনা প্রবাহ। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা প্রবাহের তথ্য নিয়ে আলোকিত প্রতিদিনের আজকের আয়োজন ‘ইতিহাসের এই দিনে: ৫ জুলাই’। ৬৬১ সালের আজকের এই দিনে জান্নাতি পুরুষদের সর্দার – ইমাম হাসান (রা.) এবং পবিত্র অহি লেখক বিখ্যাত ছাহাবি ইমাম মুয়াবিয়া (রা.)’র মধ্যে সন্ধি স্থাপন হয়েছিল।
অন্যান্য ঘটনাবলী:
১৬৮৭: ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাকনিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা আজকের দিনে প্রকাশিত হয়।
১৮১১: প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৮৪১: টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
১৯২৪: ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।
১৯৩২: অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ।
১৯৪৭: ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৯৪৮: ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
১৯৬২: ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৭৫: কেচাভার্দের স্বাধীনতা লাভ।
১৯৭৭: পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
১৯৯৪: ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।
১৯৯৬: বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক “ডলি” জন্ম নেয়।
২০০২: ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন।
আলোকিত প্রতিদিন/৫ জুলাই-২১/এসএএইচ