আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইলে চতুর্থ দিনের লকডাউনে পুলিশ কঠোর অবস্থান

-Advertisement-

আরো খবর

কৃপা বিশ্বাস,নড়াইল প্রতিনিধি: নড়াইলে চতুর্থ  দিনের লগডাউনে জেলা পুলিশের কঠোর অবস্থান  লক্ষ করা গেছে। (৪ জুলাই), রবিবার সকল থেকেই নড়াইল রুপগন্জ কাচাঁ বাজার সহ অন্যান্য বাজারগুলিতে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, ওসি সদর মোঃ শওকত কবীর, ওসি ডিবি সুকান্ত সাহা ও অন্যান্য পুলিশ সদস্য কাচাঁ বাজারসহ অন্যান্য বাজার পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) হ্যান্ডমাইক হাতে নিয়ে সকল কে ঘরে থাকতে অনুরোধ করেন। অপ্রয়োজনে ঘর থেকে কেউ বের হবেন না, অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে অবশই মাস্ক পরিধান করবেন। ৪ দিনের লকডাউন বাস্তবায়নে নড়াইল জেলার প্রতিটি উপজেলায় নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিট নড়াইল বাসিকে করোনা থেকে সচেতন ও করোনা থেকে রক্ষা করতে মাইকিং করে প্রচার প্রচারনায় সচেতন করতে ব্যস্ত সময় পার করেন।
আলোকিত প্রতিদিন /৪রা জুলাই /২০২১ / এম এইচ সি
- Advertisement -
- Advertisement -