আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নির্যাতিত শিশু গৃহকর্মী উদ্ধার, দম্পতি গ্রেফতার

আরো খবর

আলোকিত ডেস্ক:
শনিবার (৩ জুলাই) রাতে পুলিশ সদর দপ্তর থেকে মো. এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা বলেন, রাজধানীর শাহবাগ তোপখানা রোডে সুইটি (১২) নামে নির্যাতিত এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা তানভির আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদকে গ্রেফতার করে পুলিশ। তিনি জানান, নির্যাতিত শিশু সুইটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জ মিঠামইন উপজেলার নবাবপুর গ্রামে। দরিদ্র পরিবারের মেয়ে শিশু সুইটি তোপখানা রোডের একটি ভবনের ছয় তলায় ৯ মাস ধরে গৃহকর্মীর কাজ করতো। কাজে ভুল হলে গৃহকর্তা শিশুটিকে অনেক মারধোর করতো। নির্যাতনের এমন ভয়াল চিত্র এক প্রতিবেশী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে দেখা যায় ছবিতে মেয়েটির হাতে গুরুতর জখম,চোখের নীচে আঘাতের চিহ্ন।তাছাড়াও মেয়েটির পশ্চাৎদেশে উভয়পাশে আগুনে পোড়া ঘা চোখে পড়ে। এমন নির্মম নির্যাতনের দৃশ্য বেসরকারি টেলিভিশনের এক সংবাদকর্মীর চোখে পড়লে সেটি আমাদের কাছে পাঠায়।সঙ্গে সঙ্গে শাহবাগ থানাকে নির্দেশ দেওয়া হয় এ ব্যপারে দ্রুত ব্যবস্থা নিতে। শাহবাগ থানা পুলিশ ফেসবুকে পোস্ট দেওয়ার দেড় ঘণ্টার মাথায় শিশুটিকে উদ্ধারের পাশাপাশি স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করে। এই ব্যাপারে শাহবাগ থানার (ওসি) মওদুদ হাওলাদার কাছে জানতে চাইলে তিনি আমাদের জানান, নির্যাতিত শিশুটি এবং অভিযুক্ত গৃহকর্তা তানভির আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ পুলিশি হেফাজতে রয়েছে।

আলোকিত প্রতিদিন/০৪জুলাই২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -