আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কোরআনে উল্লেখ রয়েছে যার যার ধর্ম সে সে পালন করবে : প্রধানমন্ত্রী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত ডেস্ক :
শনিবার (৩ জুলাই) একাদশ জাতীয় সংসদের ১৩ তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পবিত্র কোরআনে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা বলা রয়েছে। আমাদের পিৃয় নবী হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, অন্য ধর্মের প্রতি সহনশীল হতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের কোরআন শরিফে বলা হয়েছে, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সব ধর্মের মর্যাদা দেয়। কোরআন শরিফে আছে, ‘লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন’ অর্থাৎ যার যার ধর্ম সে সে পালন করবে। যার যার মতামত সে সে প্রকাশ করবেন।”এর আগে বিএনপির হারুনুর রশিদ সংসদের এই অধিবেশনেই কোরআনে ধর্মনিরপেক্ষতার কথা নেই বলে দাবি করেছিলেন। হারুন বলেন, ‘সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা সাংঘর্ষিক।’বিএনপি নেতা হারুনের বক্তব্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় সংসদ সদস্য বলেছেন, কোরআনে ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ নেই। আমি বলব অবশ্যই আছে। আমাদের নবী পিৃয় নবী হযরত মোহাম্মদ (সা.) শিক্ষা দিয়েছেন অন্য ধর্মের প্রতি সহনশীল হতে।এ সময় প্রধানমন্ত্রী কোরআনের আয়াত পাঠ করে বলেন ‘লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন’। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেকেরই স্ব স্ব মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। এটা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতাই আসে। যতই তিনি (এমপি হারুনুর রশিদ) অস্বীকার করুন, যেভাবে তিনি ব্যাখ্যা দেন। এটা হচ্ছে বাস্তবতা। যুগ যুগ ধরে এটা চলছে।

আলোকিত প্রতিদিন/০৩ জুলাই ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -