আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে পাহাড়ি পানির ঢলে জনদূর্ভোগ

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, শেরপুর:
টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে শেরপুরের সাধারণ মানুষের জনজীবন। গত তিনদিন যাবত মুষলধারে বৃষ্টি চলমান থাকায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামে জলাশয় আকার ধারণ করেছে। বিশেষ করে ডেফলাই গ্রামটি পানিতে প্লাবিত হয়েছে। এ গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে গ্রামটির জন-সাধারণ। এছাড়া ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের কাঠের সাঁকোটি প্রবল বৃষ্টি ও পানির স্রোতে ভেঙে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। শেরপুর সদরে ও প্রচুর বৃষ্টিপাত হওয়াই শহরের বিভিন্ন রাস্তায় পানি জমে থাকায় সব ধরনের যানবাহন ও যাত্রী  সাধারনের চলাচলে সমস্যায় পরতে হচ্ছে। শেরপুরের শ্রীবরদী থানার রাণীশিমুল, তাতীরহাটি এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। অন্য দিকে নকলার তারাকান্দা পিছলাকুড়িতে ব্যাপক ভাবে রাস্তা ভাঙ্গন শুরু হয়েছে। আবার চলছে কঠোর লকডাউন সব মিলিয়ে জনজীবন অতিষ্ট বলেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী।
আলোকিত প্রতিদিন/ ২ জুলাই, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -