আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে তিন ঘন্টার মধ্যে হারানো মালামাল উদ্ধার  

-Advertisement-

আরো খবর

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়: পঞ্চগড় সুযোগ্য পুলিশ সুপার মহান উদ্যোগে পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা সুফল পাচ্ছে তারই ধারাবাহিকতায় আনিসুল ইসলাম হেলাল পিতা মৃত নজরুল ইসলাম সাং কালীবাড়ী ঠাকুরগাও অটো রিকশায় ভুলে 24 ” TV মৌচাক হোটেল পঞ্চগড়ের সামনে রেখে চলে যায়,অটো চালক বিপুল ইসলাম সাং মাহানপাড়া সদর ইউ পি TV নিয়ে বাড়ী চলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটো চালককে চিহ্নিত করে এস আই কাইয়ুম সঙ্গীয় ফোর্স সহ অটোচালকের  বাড়ী থেকে উক্ত TV উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তিন ঘন্টার মধ্যে হস্তান্তর করে হারিয়ে যাওয়া TV পেয়ে আবেগে আপ্লুত হন প্রকৃত টেলিভিশনের মালিক।
আলোকিত প্রতিদিন/ ২৮ জুন, ২০২১/ এম এইচ সি
- Advertisement -
- Advertisement -