আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বারহাট্টায় সরকারি হালট উদ্ধার কাজে বাঁধা 

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোণার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের জিথন বড়গাঁও গ্রামের সরকারি হালট উদ্ধারে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, গ্রামীণ উন্নয়নের জন্য সরকারি হালটে রাস্তা বরাদ্দ দেয়া হলেও কাজ করতে পারছে না স্থানীয় হালট দখলদারদের বাঁধার কারণে। এই বিষয়ে এলাকাবাসীর পক্ষে মোঃ বাবুল মিয়া ছেলে রিপন মিয়া বারহাট্টা উপজেলার নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর ভাবে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বারহাট্টা সার্ভেয়ার সরেজমিনে ২৪ শে জুন সেখানে গেলে কতিপয় শ্রেণীর বাঁধা দেওয়ার কারণে মাপ দেয়া হয়নি।
এদিকে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের জন্য এই রাস্তা হলে যোগাযোগ সহজ হতো, কাজেই বর্ষা মৌসুমে কাদা পানি উপেক্ষা করে মসজিদে ও ছোট শিশুরা স্কুলে যায়। মেম্বার নূরুল আমিন বলেন, চেয়ারম্যান আমাকে দায়িত্ব  দিয়ে গেছে ঝামেলা যেন না হয়, একদিন পরে মাপ হবে।  কিন্তু  সার্ভেয়ার এখন এসেছে, তাই সবাই ক্ষিপ্ত হয়ে আছে যেকোন সময় বড় ঘটনা ঘটতে পারে। উপজেলা চেয়ারম্যান মাঈনুল হক কাশেম জানান, তিনি সরেজমিনে গিয়ে সেখানে উভয় পক্ষকে ঝগড়া বিবাদ  না করার জন্য বলেন,  শুক্রবারে উভয় পক্ষকে ডেকে বসবেন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ বলেন, আমার কাছে উভয় পক্ষের লোকেই এসেছে, সরকারি  জায়গা তো কেউ নিতে বা দখল করে রাখতে পারবে না তবে দুই পক্ষকে ডেকে আনবো। তাছাড়া মানুষের  ক্ষতি  না হলে বাঁধা  দিবে কেন। সরকারি  হালট উদ্ধার  করবো এবং রবিবারে  মধ্যে  সমাধান করবো। সুবিধাভোগীরা বলেন, বারহাট্টা  উপজেলার প্রশাসনের  কাছে  আমাদের দাবি আমাদের চলাচলের জন্য  রাস্তা  করে দিবেন।  যারা সরকারি  কাজে বাঁধা  দিচ্ছে  তাদের আইনের আওতায়  এনে  শাস্তির  ব্যবস্থা  করেন।
আলোকিত প্রতিদিন/ ২৭ জুন, ২০২১/দ ম দ
- Advertisement -
- Advertisement -