আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, শেরপুর:
শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী সার্বিক তত্বাবধানে শেরপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  ২৩/০৬/২১ তারিখ রাত সাড়ে নয়টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে শেরপুর সদর থানাধীন পৌরসভার মধ্যশেরী উত্তর(বারইপাড়া) হতে ১০ ( দশ) কেজি গাঁজা সহ আসামী (১) আব্দুল জলিল(৪৫)পিতা- মোহাম্মদ আলী,সাং- চররুহিতা( ডিঙ্গাহাজী বাড়ী),থানা-লক্ষ্মীপুর জেলা -লক্ষীপুর। (২) মোছাঃ খোদেজা বেগম(৪০) স্বামী- শাহা আলী,সাং- কৃষ্ণপুর উত্তরপাড়া,থানা-শেরপুর, এপি/ মধ্যশেরী উত্তর(বারইপাড়া) জনৈক মকবর আলীর বাসার ভাড়াটিয়াকে গ্রেফতার করেছে শেরপুর সদর পুলিশ। জানা যায় শেরপুর সদর থানার এসআই/সুমন মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করিলে ৬৪(৬)২০২১ রুজু করা হয়। উপযুক্ত অভিযোগে তাদের চালান দেয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২৪ জুন, ২০২১/দ ম দ

- Advertisement -
- Advertisement -