আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বারহাট্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গৃহহীন ২৫ পরিবার 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টায় দ্বিতীয় পর্যায়ে ২৫ জন গৃহহীন ও ভূমিহীন উপকারভোগী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পেয়েছেন ২৫টি স্বপ্নের বাড়ী। রবিবার সারা দেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সারা দেশে ৫৩,৩৪০টির গৃহ হস্তান্তর উদ্বোধনী ঘোষনা করেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও গোলাম মোরশেদের সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া উম্মুল বানিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের। বারহাট্টা উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোরশেদ ২৫টি বাড়ির প্রদানের নিকট ঘরের চাবি, প্রয়োজনীয় কাগজপত্রাদি ও সনদ তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে বিভিন্ন ধরনের উন্নয়নমুলক কাজ সম্পাদিত হচ্ছে। হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীনদের আবাসনের যে ব্যবস্থা করে যাচ্ছেন তা খুবই জনহিতকর কাজ। উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম তার বক্তব্যে জানান, বাংলাদেশে যে সব দরিদ্র ও অসহায় লোকদের ঘরও নেই জায়গাও নেই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের প্রত্যেকে পর্যায়ক্রমে জায়গাসহ ঘর প্রদান করার কাজ অব্যাহত থাকবে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের জানান, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবতার মা। যার কথা ও কাজে মিল আছে। গৃহহীনদের গৃহদান বিশ্বে ঐতিহাসিক নজির।

আলোকিত প্রতিদিন/ ২১ জুন, ২০২১/দ ম দ
- Advertisement -
- Advertisement -