আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কালাই পৌর এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধি নিষেধ জারি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় করোনা সংক্রমন রোধে কালাই পৌর এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার বিকেলে
করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জয়পুরহাট সদর পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় ৭ জুন থেকে বিধিনিষেধ চলছে। গত শুক্রবার বিকেলে থেকে কালাই পৌর সভায় এলাকায় বিধিনিষেধ জারি করা হয়। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, পৌরসভা এলাকায় বিকাল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দোকান-পাটসহ বাস চলাচল বন্ধ থাকবে, তবে ঔষধ ও খাবারের দোকান খোলা থাকবে এবংদূরপাল্লার বাস চলাচল করবে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭৩ জনের নমুনার অ্যান্টিজেন পরিক্ষায় ৩৫ জন শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ১০৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় এ জেলায় ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

 

আলোকিত প্রতিদিন/ ১৯ জুন, ২০২১/ এম এইচ সি
- Advertisement -
- Advertisement -