আলোকিত ডেস্ক:জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, অটোপাস আর অটো প্রমোশন শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে । তিনি আরও বলেন, ‘জ্ঞান অর্জন এমন একটি বিষয় যেখানে শর্টকাট বলে কোনো পদ্ধতি নেই। এ ধরনের অটোপাস আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে। অটোপাস আর অটো প্রমোশন শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে।’তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও হাটবাজার, অফিস-আদালত, ব্যাংক-বীমা সবই খুলে দেওয়া হয়েছে। সবই স্বাভাবিকভাবে চলছে। শুধু করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হচ্ছে । এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।’জাপা চেয়ারম্যান বলেন, ‘অনলাইন শিক্ষাব্যবস্থায় যদিও পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ্য করা যায় তবে তা অত্যন্ত নগণ্য। সেসব সুবিধা শুধু উচ্চবিত্তরাই পেয়ে থাকেন। শ্রেণীকক্ষে পাঠদানের ন্যায় অনলাইনে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না।’জাপা চেয়ারম্যান ,প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদানের ব্যবস্থা চালু রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান। ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেমন জ্ঞানচর্চা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে আগামী প্রজন্ম। গণমাধ্যমের খবর অনুযায়ী করোনাকালীন সময়ে গত ১৫ মাসে ১৫১ শিক্ষার্থী মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছ।
আলোকিত প্রতিদিন/ ১৯জুন, ২০২১/আর এম