আজ শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ

আলোকিত প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি কবি সৈয়দ নাজমুল হুদার আজ শুভ জন্মদিন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক : আজ ১৮ জুন ২০২১, শুক্রবার দৈনিক আলোকিত প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি, অন্যধারা সাহিত্য সংসদ এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কবি সৈয়দ নাজমুল হুদা’র শুভ জন্মদিন। জীবন ঘনিষ্ট এই প্রিয় কবির জন্মদিনে আলোকিত প্রতিদিন পরিবারের পক্ষ হতে জানাই ফুলেল শুভেচ্ছা ও নান্দনিক অভিনন্দন। কবির সুরিতগণ সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেছেন। প্রিয় কবির জন্মদিনে পত্রিকার  পক্ষ হতে সম্পাদক মহোদয় দেশবাসিকে সুস্বাগতম জানিয়েছেন। সম্পাদক সাহেব আরো বলেন, সবাইকে স্বাস্থ্যবিধী মেনে, সামাজিক দূরত্ব রক্ষা করে করোনা মুক্ত জীবন যাপনের জন্য অনুরোধ করছি। কবির জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। আগামী দিনের পথ চলা হোক মসৃণ।

কবি সৈয়দ নাজমুল হুদা’র  লেখা একটি কবিতা পাঠকের উদ্দেশ্যে সন্নিবেশিত করা হলো :
আগন্তুক
বড্ড-অনাকাঙ্খিত এক আগন্তুক আমি
এই একবিংশ শতাব্দীর শুশ্রূষাহীন-ঘোরলাগা সময়ে
ভীষণ বেমানান এক স্থূল পথিক
এই সকল অতিকায় দানবীয় শহরে-
যেন অচল মুদ্রার মত উটকো উপদ্রুব হয়ে এসেছি
শহরের সভ্যজনদের কাছে,
আজও পারিনি হতে যুগের চোখে আপাদ-লৌকিক
পারিনি হতে কিঞ্চিত সৌম-স্বাভাবিক
কেবল পথের ক্লেদ জমিয়েছি আটকে পড়ে
করুণ ভুলে-
দেহ আমার বেতাল হাওয়ায় উঠছে দোলে
আশেপাশে সবাই চলে কেমন করে গায়ে-গতরে
ভাটির নদে পাল তুলে
আমি তবু জমেই থাকি অসাড় গায়ে বিষাদ মেখে
বারে বারে কারা যেন রেডিমেট যাতনা ঢালে
বিলাপের এই জ্যান্ত চিতায়—
অজান্তেই কখন যেন অদৃশ্য-মরমি বাঁধনে
হয়েছি নিশ্চল
সাধ্যের সুদ্ধ শুভ্রতা বিলিয়ে- কুড়িয়েছি গুমট বৈকাল।
চাইনি অতোটা বেশি-
আমায় অশোভন লাগে যতোটায়- দেখায় বিলাসী।
জাঁকালো সুরম্য সন্ধ্যা চাইনি
চাইনি মুখরিত দিন- চাইনি প্রেয়সীর প্রণয় গহিন।
আলোকিত প্রতিদিন / সা হা
- Advertisement -
- Advertisement -