প্রতিনিধি, নেত্রকোণা:
” নিজের কাজ নিজে করব, দালাল-প্রতারক থেকে দূরে থাকবো” এ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ৫ দিন ব্যাপী জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২১ উদযাপিত হয় । আজ তার ৩য় দিন। ৬ই জুন রবিবার সকাল সাড়ে ১১ টায় সারা দেশের ন্যায় বারহাট্টা উপজেলার ভূমি অফিস চত্বরে জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাদিয়া উম্মুল বানিন। সে সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির আনিসুর রহমান সহ তহশিলের তহশিলদার অন্যান্য কর্মচারীবৃন্দ। এ সময় সেবা গ্রহীতা প্রত্যাশীদের মাঝে নামজারি খতিয়ান সহ ডিসিআর প্রদান করা হয়। বক্তারা বলেন ,সেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে, সহজে, স্বল্প সময়ে নির্ধারিত ফি-তে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত করবেন। এ ভূমিছাড়া সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং খাস জমি বন্দোবস্ত, রিভিউ মোকদ্দমা ও বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ করে সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হবে। ৬ থেকে ১০ই জুন পর্যন্ত জাতীয় ভূমি সেবা সপ্তাহ পালিত হবে। এরই ধারাবাহিকতায় উপজেলার ৭ টি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়। করোনা কালীন সময়ে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস গুলোতে স্বাস্থ্য বিধি মেনে তারা ৩য় দিনে বাৎসরিক কর শতভাগ আদায় হয়েছে বলে ও জানান।
বারহাট্টায় জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
আলোকিত প্রতিদিন/ ১০ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -