প্রতিনিধি, ভালুকা:
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজীকরন ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলা ভূমি অফিসে ৫ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। (৬ জুন)রোববার সারাদেশের নেয়ায় ভালুকায় এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন । আগামী ১০ জুন পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। তারই ধারাবাহিকতায় সোমবার (৭ জুন) দ্বিতীয় দিনে জনগণ যাতে সহজেই ভূমি সেবা পায় এজন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুদ্দিন উপজেলা ভূমি অফিসের সম্মুখে স্টলে বসে ভূমি মালিকদের সেবা দিচ্ছেন। জানা গেছে, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধের লক্ষ্য নিয়ে ডাটা এন্ট্রি কার্যক্রম চলছে। উপজেলার সকল ভূমি মালিককে নিজ নিজ ইউনিয়নের ভূমি অফিসে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/রেকর্ড, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধ/খাজনা দাখিলার কপি জমা দেয়ার জন্য অনুরোধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুদ্দিন । ইতিমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা সহজীকরনের প্রয়াসে সেবা স্টল খোলা হয়েছে। তার মধ্যে অন্যতম শিল্পনগরী হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সম্মুখে স্টলে বসে, করুনা কালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভূমি মালিকদের সেবা দিচ্ছেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল। এসময় সেবা গ্রহীতাদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে , সেবা গ্রহীতারা সেখানে বসে ভূমি বিষয়ক যাবতীয় সেবা গ্রহণ করছেন।
আলোকিত প্রতিদিন/ ৮ জুন, ২০২১/ দ ম দ