আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ জুন শনিবার দুপুর ১২ টায় জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহসান, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। প্রদর্শনীতে বিভিন্ন খামারী ও প্রান্তিক কৃষক তাদের গবাদী পশু, পশুখাদ্য প্রদর্শন করে।
আলোকিত প্রতিদিন/ ৫ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -