আজ শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু: আহত ৩

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীতে মোটরসাইকেল – মাহিন্দ্রার সংঘর্ষে স্বর্না (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার সময় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের প‌ক্ষিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বর্না গলাচিপার উলানিয়া এলাকার বাসিন্দা কার্তিক মন্ডলের মেয়ে। এসময় গুরুতর আহত হন কার্তিক মন্ডল (৪০), মামুন (৩০), সুবর্ণা মন্ডল (২০)। জানা যায়, সকালে কার্তিক মন্ডল তার পরিবার নিয়ে গলাচিপার হরিদেবপুর থেকে বাকেরগঞ্জে বিবাহে অংশ গ্রহণ করার জন্য মোটরসাইকেল যোগে রওনা করেন। পটুয়াখালী – কুয়াকাটা মহাসড়কের প‌ক্ষিয়া এলাকা অতিক্রম করার সময় মোটরসাই‌কেল – মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ও মাহিন্দ্রা চালক আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত স্বর্নাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আক্তার মোর্শেদ জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত স্বর্না (১০) কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। অপর ৩ জন আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করার জন্য ভর্তি করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -