তিন সন্তান নীতি চালু করলো চীন সরকার

0
1103

আন্তর্জাতিক ডেস্ক : দুই সন্তান নীতি থেকে সরে গিয়ে তিন সন্তান নেওয়ার অনুমতি দিল চীন সরকার। প্রায় ৪০ বছর ধরে চীনে আইন ছিল এক দম্পত্তি এক সন্তান। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হওয়ায়  ২০১৬ সালে দুই সন্তান নীতি নিয়ে আসে চীন। ১৯৬০ সালের পর থেকে দেশটিতে জনসংখ্যা উৎপাদন সর্বোচ্চ হারে হ্রাস পেয়েছে। চীনের এক সন্তান নীতি গ্রহণের পর থেকেই কমতে থাকে জনসংখ্যা। চলতি মাসে যা সর্বোচ্চ আকার ধারণ করে। ফলে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চীন সরকার।

চীনের সবশেষ আদমশুমারির তথ্যমতে, গত বছর চীনে এক কোটি ২০ লাখ শিশু জন্ম নিয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল এক কোটি ৮০ লাখ। ১৯৬০-এর দশকের পর এই প্রথম এত কম সংখ্যক শিশু জন্ম নিয়েছে চীনে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, সরকারি উৎসাহ থাকা সত্ত্বেও জন্মহার অনেক কমেছে। যা রাষ্ট্রপতি শি জিন পিংয়ের নেতৃত্বে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে চিন্তিত করছে। বিশেষজ্ঞরা বলছেন যে ২০৫০ সাল নাগাদ শত শত মিলিয়ন প্রবীণদের দায়িত্ব নিতে হবে সরকারের জন্ম হার যদি বর্তমান গতিতে চলতে থাকে।

আলোকিত প্রতিদিন / সা হা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here