আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ের একটি মুসলিম দল সেবাস্তিয়ান কুর্জের সরকারের বিরুদ্ধে একটি বিতর্কিত ইসলামের মানচিত্র উন্মোচনের জন্য মামলা করার পরিকল্পনা করেছে।
সম্প্রতি মুসলিম সম্প্রদায় যেসব স্থানে বসবাস করছেন এবং যেসব স্থানে মসজিদ ও ধর্মীয় স্থাপনা আছে- তা চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন অস্ট্রিয়া সরকার। এটাকে বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন দেশটির মুসলিম সম্প্রদায়।
দেশটির ইন্টেগ্রেশন মন্ত্রী সুসান রাব বৃহস্পতিবার ৬২০ টিরও বেশি মসজিদ, সমিতি এবং কর্মকর্তা এবং এই মসজিদগুলোতে কোন কোন দেশ সাহায্য পাঠায় তার নাম ও অবস্থান সহ ইসলামের জাতীয় মানচিত্র নামে একটি ওয়েবসাইট চালু করেন।
অস্ট্রিয়ার মুসলিম নেতাদের দাবি , এই পদক্ষেপ বর্ণবাদকে বাড়িয়ে তুলবে এবং মুসলিম নাগরিকদের নিরাপত্তার ঝুঁকির বাড়াবে।
সূত্র : আল-জাজিরা
আলোকিত প্রতিদিন / সা হা