আজ শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী নির্বাচিত কক্সবাজার সদর মডেল থানার এএসআই 

-Advertisement-

আরো খবর

আবু সায়েম, কক্সবাজার:
গত ফেব্রুয়ারী  (২০২১) মাসের পারফর্মেন্স বিবেচনায় সদর থানার এএসআই ইকবাল হোসেন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী  এএস আই নির্বাচিত হন। ফেব্রুয়ারী  (২০২১) মাসে তিনি জেলায় সর্বোচ্চ ২৩ টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার করায় তাকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননাস্বরুপ ক্রেষ্ট, সার্টিফিকেট  প্রদান করা হয়।মঙ্গলবার  ২৫ মে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম ( বার),,  বিপিএম পিপিএম ( বার) এর কার্যালয়ে মাসিক কল্যাণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় এএসআই মোহাম্মদ ইকবাল হোসেনকে এ সম্মানা প্রদান করা হয়। এসময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( প্রশাসন) ইকবাল হোসেন এবং অতিরিক্ত ডিআইজি ( অপারেশন এন্ড ক্রাইম) মোহাঃ জাকির হোসেন খানঁ  কক্সবাজারের পুলিশ সুপার মোহাঃ হাসানুজ্জামান এবং চট্টগ্রাম জেলার  উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মাননা পাওয়ার পর এএসআই মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আজকের এ সফলতার পেছনে যারা উৎসাহ উদ্দীপনা, এবং অনুপ্রেরণা যুগিয়েছেন কক্সবাজারের সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ হাসানুজ্জামান  এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীরুল গীয়াস । পুলিশ সুপারের নির্দেশে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনাকে বাস্তবায়ন করে সফলতার দ্বার উন্মোচন করেছি। আন্তরিকতা, সৎ ইচ্ছা , পরিশ্রম , কল্যাণমুখী চিন্তা চেতনাকে বাস্তবে প্রয়োগ করলে কাজের গতি তরান্বিত এবং সফলতাকে উপভোগ করা যায়। দেশ সেবার মনমানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। ইনশাআল্লাহ প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে যে থানায় নিয়োজিত থাকি না কেনো মাদক, সন্ত্রাসমুক্ত , অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার এবং সর্বোপরি নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করতে আমার শারীরিক ও মানসিক শ্রম অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন / ২৬ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -