আন্তর্জাতিক ডেস্ক : গতিপথ কিছুটা পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গ নয়, বরং উড়িষ্যার কিছুটা ভিতর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে ইয়াস। কিন্তু তার পরেও মঙ্গলবার সন্ধ্যা থেকেই কলকাতায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শহরে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই জানানো হয়েছে।
মঙ্গলবার ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যায় উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি অর্থাৎ উড়িষ্যার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, পুরী, ভদ্রক, বালেশ্বর এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার, সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ ছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন / সা হা