আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

‘নজরুল জন্মজয়ন্তী’ উপলক্ষে মীনা সাহা’র কবিতা: কবি তোমাকে

-Advertisement-

আরো খবর

কবি তোমাকে
মীনা সাহা
অগ্নিবীণার ঝংকারে কবি তোমাকেই খুঁজি
সাম্যবাদের মন্ত্রে কবি তোমাকেই খুঁজি
তুমি তো পাওনি ভয়…. প্রতিবাদে বিদ্রোহে তোমারই হয়েছে জয়
মানুষের দুঃখে মানুষের পাশে থেকেছো হাসি মুখে
তোমার শানিত হাত
অন্যায় জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছে বার বার
করেছে প্রতিবাদ
নোয়াওনি মাথা আপোষের কাছে
যোদ্ধার বেশে জীবনের সংগ্রামে
ভাঙার গান দিকে দিকে
ঘাতে- প্রত্যাঘাতে বিদ্রোহী তুমি
বিষের বাঁশিতে তুলেছো অমৃতের তান
তুমি তো পাওনি ভয়…. প্রতিবাদে বিদ্রোহে তোমারই হয়েছে জয়।
আলোকিত প্রতিদিন / ২৪ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -