আজ শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কের নিমতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অপর বাসের ১ যাত্রী নিহত ও ১০ যাত্রী আহত হয়েছে। গতকাল সোমবার ২৪ মে সকাল ১০ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজায় সিরাজদিখান পরিবহনের একটি বাস টোল দেওয়ার সময় পিছন থেকে আনন্দ তাজ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সিরাজদিখান পরিবহনের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যাক্তিকে (৫০) উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত বাস যাত্রী ঢাকার জুরাইনের ইউসুফ (১২), ফাতেমা (১৭), ডালী আক্তার (৪০) ও ফায়ার ফাইটার মো: আল মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান মো: আজাদ জানান , ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার সামনে সিরাজদিখান পরিবহনের বাসকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সিরাজদিখান পরিবহনের পেছনের অনেকটা অংশ দুমড়েমুচড়ে যায়। । খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে দূর্ঘটনা কবলিত বাসটিকে প্লাজ দিয়ে কেটে তার মধ্যে হতে যাত্রীদের বের করে আনি। গুরুতর আহত এক ব্যাক্তি পুরুষকে (৫০) শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে আমরা হাসপাতালে লাশ রেখে আসছি ।

আলোকিত প্রতিদিন / ২৪ মে, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -