আজ বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ

রাবি’তে গণকবরের মাটি থেকে মর্টারশেল উদ্ধার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণকবরের মাটি থেকে শুক্রবার দুপুরে আরো একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম বুধপাড়া এলাকায় মুংলা নামের স্থানীয় এক ব্যক্তির জমি থেকে এটি পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে একই স্থানে ৪টি মর্টার শেল উদ্ধার করা হয়। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের গণকবরের মাটি দিয়ে জমি ভরাট করার সময় মর্টার শেলটি পাওয়া যায়। বৃহস্পতিবার মেলে ৪টি মর্টার শেল। এগুলো পুলিশ পাহারায় রাখা হয়েছে। বগুড়া থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে এগুলো নিস্ক্রিয় করবে। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ক্যাম্প স্থাপন করেছিলো। ধারণা করা হচ্ছে এই অস্ত্রগুলো সেই সময়কার। স্থানীয় মুংলা নামের একজন জানান, নিজের জমি ভরাট করার জন্য এক ঠিকাদারের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ৪০ ট্রাক মাটি কেনেন তিনি। মাটিগুলো বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণকবর এলাকা থেকে নেওয়া হয়। কেনার পর এক মাস নিজ জমিতে ফেলে রাখা হয় সে মাটি। বৃহস্পতিবার এক শিশু কাদামাটি মনে করে একটি মর্টার শেল বাড়ি নিয়ে যাচ্ছিল। পরে পানিতে ধুয়ে দেখা যায় সেটি মর্টার শেল। পরে জমি ভরাট করার সময় একে একে আরও তিনটি মর্টার শেল পাওয়া যায়। শুক্রবারও একইভাবে জমি ভরাট করার সময় আরো একটি মর্টার শেল মিলেছে।

আলোকিত প্রতিদিন / ২১ মে, ২০২১/ দ ম দ 

- Advertisement -
- Advertisement -