- Advertisement -
- Advertisement -
বিরাগ বসন্ত
সুমিতা ধর বসুঠাকুর
———————————-
এখন বসন্ত,কারো চুপি নেই কলির জেগে ওঠায়
দূরত্ব নিয়েছে ঘর পৃথিবীর নিকট ছোঁয়ায়,
ঢেকেছে বিড়বিড়, নড়চড়, অনর্গল মিঠালাপ
একটি ঝরা পাতা শব্দ দিয়ে যায় কানঘরে
রুখে দেয় প্রেমালাপ!
এখন বসন্ত,লুকিয়ে আছে এ মন আর্সির আড়াল
সব চাকাদের মিলিত চুপচাপ,ঢাকা গতিপথ, ভয়াল
ধুলোহীন পথে ত্রাণের হাত,স্যানিটাইজড ড্রপ,
নেড়ি আর পুষিদের এ কোন স্বাধীন সুখ, এঁটোকাঁটা কোথায় সব!
এখন বসন্ত,গোলাবারুদহীন এক অলিখিত রণ
জেগে আছে নীলাকাশ,অক্সিজেন, নীরব মর্মর পণ।
এ চুপকথার বাক্সবন্দীর চারপাশে অদেখা ছোঁয়াচ
তফাতে ঢেকেছে মুখ,দস্তানার আড়ালে ক্লান্ত নখ
একোন ইতিহাস!
এখন বসন্ত, আগামীকে পাওয়ার আশায় প্রতিদিন
অদেখা কবরে রেখে আসি কল্পনা ফুল রঙিন
গুনে যাই সংক্রমণ, আটক দিনের রোজনামচা
বন্দীও আশা, স্বাধীনতার স্বাদ পাবে বলে
বিরাগ বসন্ত ভালোবাসা।
আলোকিত প্রতিদিন/ ১৯ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -