আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

আলতাফ হোসেনের ছড়া: খোকা খুকুর তিন দফা

-Advertisement-

আরো খবর

খোকা খুকুর তিন দফা 
আলতাফ হোসেন
খোকা-খুকু ভাব ধরেছে
ভাত খাবে না আজ,
ফোনালাপে খোকার মা-সব
বললো ফেলে কাজ !
শুনেই আমি আঁতকে-উঠি !
জবাব যে নেই তার,
কোমল মতি অবুঝ শিশুর 
মুক্ত অধিকার ।
নতুন বছর,প্রথম রোজায়
পহেলা বৈশাখ,
খোকা খুকুর ঈদ-আনন্দে
বেড়েছে হাঁকডাক।
আঙুল গুনে, তিন লাফ দিয়ে
শুনায় তিন দফা,
বোনাস,জামা-তিনটা পাবো
নয় তো-নেই রফা।
মা-বলেছে কাটুক খরা
সচ্ছল হোক বাপ,
দাবি ওঠে-অনশনের
পুরোন হলেই মাপ ।
আলোকিত প্রতিদিন / ২০ এপ্রিল, ২০২১ / দুখু
- Advertisement -
- Advertisement -