আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মহিপুরে চলছে সরকারী বন কেটে ধ্বংস করে পাউবোর জায়গা দখলের মহোৎসব

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, কলাপাড়া(পটুয়াখালী): মহিপুরে পানি উন্নয়ন বোর্ডের ৪৭/১ পোল্ডারের  ৭ শত মিটার জমি দখল করে বালু দিয়ে ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে স্থানীয় একদল প্রভাবশালী ভূমিদস্যু। যারা এসব জায়গা দখল করছে তাদের সরকারের পক্ষথেকে কোনরকম কোনো বন্দোবস্ত নেই। ফলে যেমন সরকারি সম্পত্তি বেদখল হচ্ছে তেমন বন ধ্বংসের ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসম্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিপুর বেরিবাধের রাস্থার পাশে থাকা উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে রেঞ্জ অফিস পর্যন্ত প্রায় ৭শত মিটার পাউবোর জায়গায় বালু ভরাট করে বন বিভাগের বিলুপ্ত প্রায় কেওডা এবং গোল গাছ কেটে স্থাপনা নির্মাণ করছে। এরফলে স্থানীয় প্রায় ১৫/২০ টি পরিবার পড়েছে বিপর্যয়ের মুখে। স্থানীয়দের দাবি, যদি এইসব দখলদারদেরকে রুখে দেওয়া হয় তাহলেই পরিবেশের ভার্ষাম্য বজায় থাকবে।

এ ব্যাপারে কলাপাডা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস ও মো: তুহিন বলেন, আমরা অবৈধ দখলের বিষয়ে জানতে পেরেছি, খুব দ্রুতই সরেজমিনে সার্ভেয়ার পাঠাবো এবং অফিসিয়ালভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

আলোকিত প্রতিদিন/২০ মার্চ-২১/এসএএইচ

- Advertisement -
- Advertisement -