আজ মঙ্গলবার, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

এনবিআর খুঁজছে দামি বাড়ি-গাড়ি মালিকদের

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: রাজস্ব আয় বাড়াতে এবং করজাল বড় করতে বিলাসি গাড়ি-বাড়ি মালিকদের পেছন নিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, দামি বাড়ি-গাড়ির মালিক কারা? এই মালিকেরা রিটার্ন দাখিল করেন কিনা। এসব মালিকদের অর্থের উৎস কি তা দেখা হবে। এনবিআর কার্যালয়ে প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সঙ্গে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

বুধবার অনুষ্ঠিত এ আলোচনায় উঠে আসে কর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন পরামর্শ। পিডব্লিউস’র পক্ষ থেকে আগামী বাজেট নিয়ে এনবিআরের কাছে লিখিত প্রস্তাব দেয়। বলা হয়, একটি কোম্পানি আরেকটি কোম্পানিকে কিনে নেওয়া (অধিগ্রহণ) এবং একটি কোম্পানি আরেকটির সঙ্গে স্বেচ্ছায় মিলে যাওয়ার (একীভূত) অবস্থা তৈরি হয়নি দেশে। অথচ বিশ্বে এ ব্যবস্থা জনপ্রিয়।

গুগল ও আমাজনের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলোকে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা করার দাবি জানায় পিডব্লিউসি। বলা হয়, তারা যাতে বাংলাদেশে আনন্দচিত্তে কাজ করতে পারে এবং সহজে কর দিতে দিতে পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে।

সম্পদের ওপর কর আরোপ নিয়ে এনবিআর চেয়ারম্যান অবশ্য বলেন, সম্পদের ওপর সারচার্জ নেওয়া হয়। সম্পদ কর আরোপ করা হলে সম্পদ বিক্রি করে তা দিত হয় কিনা, সেটাও এক প্রশ্ন। কারণ, সম্পদ থাকলেও তার মাধ্যমে যদি আয় না হয়, তাহলে কর আরোপ করা সংগত নয়।

আলোকিত প্রতিদিন/ ১১ মার্চ -২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -