আজ মঙ্গলবার, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ম্যারাডোনার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করবে বিশেষজ্ঞ দল

আরো খবর

ক্রীড়া প্রতিবেদক:

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে দিনদিন রহস্য বাড়ছেই। এবার তার মুত্যুর সঠিক কারণ জানতে বিশেষজ্ঞ দল গঠন করা হলো।
ম্যারাডোনার সঙ্গে জড়িত ২০ সদস্যকে নিয়ে গড়া হয়েছে এই দল। বিশেষজ্ঞ দলের গুরুত্বপূর্ণ পদে কাজ করবেন আর্জেন্টিনার এক বিখ্যাত সরকারি আইনজীবী। রয়েছেন ১০ জন সরকারি আধিকারিক। তাছাড়া ম্যারাডোনার পারিবারিক বন্ধুদের মধ্যে ১০ জনকে বেছে নেয়া হয়েছে বিশেষ এই দলে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দলের নায়কের মৃত্যুর রহস্য উদঘাটন করবে বলে জানা যায়।
গত বছর ২৫শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। ৬০তম জন্মদিন পালনের কয়েকদিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই কিংবদন্তি ফুটবলার। তবে ম্যারাডোনার মৃত্যুকে স্বাভাবিকভাবে নেয়নি তার পরিবার। ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকে, ফিজিও অগাস্টিনা কোসাকভ ও আর এক চিকিৎসক কার্লোস দিয়াজকে সন্দেহ করে তারা। এমনকি ম্যারাডোনার দুই কন্যা জিয়ান্নিনা ও জানার দাবি তার বাবার মৃত্যুর জন্য চিকিৎসকদের এই প্যানেল দায়ী। আর তাই এই মৃত্যু রহস্য ভেদ করার জন্য এবার বিশেষজ্ঞ দল গড়া হল।

আলোকিত প্রতিদিন / ১০ মার্চ-২১/দ.ম.দ

- Advertisement -
- Advertisement -