আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে ট্রলির নিচে পৃষ্ট হয়ে শিশু মৃত্যু: ট্রলিসহ চালক আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,সুনামগঞ্জ : সুনামগঞ্জে মালামাল পরিবহনকারী ট্রলির চাকার নিচে পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম- তানজিদ মিয়া (৬)। সে জেলার ধর্মপাশা উপজেলার মহেশখলা ইউনিয়নের সাউদপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে।
এঘটনার প্রেক্ষিতে ট্রলিসহ ঘাতক চালক সাইফুল ইসলাম (২১) কে গ্রেফতার করছে পুলিশ। সে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বশির ইসলামের ছেলে।
পুলিশ আজ শুক্রবার (২৬শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৃত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে সকাল অনুমান ৯টায় মহেশখলা বাজার সংলগ্ন সড়কে। শিশু তানজিদ মিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে চালক সাইফুল ইসলাম ট্রলি দিয়ে চাপা দিলে ঘটনাস্থালেই মৃত্যু হয়। এঘটনার খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে চালক ও ট্রলি আটক করে।
মধ্যনগর থানার ওসি র্মিল দেব এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

- Advertisement -
- Advertisement -